খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে জেলা শহরের মধুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, রাত পৌনে ৮টার দিকে মধুপুরের আশুতোষ চাকমার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় তার নামে প্রায় ২০টির অধিক মামলা রয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।
সুত্র : বাংলানিউজটোয়েন্টিফোর
নিজস্ব প্রতিনিধি :
Copyright © 2025 kolloltv.com. All rights reserved.