রোববার সকালে গুলশানের বাসায় বুকে ব্যাথা অনুভবন করলে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
সতের বছরের কারাবাস শেষে মুক্তি পাওয়ার চার দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
রোববার সকালে বুকে ব্যথা নিয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
হাসপাতালে তাকে রাখা হয়েছে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে তাকে হাসপাতালে দেখে এসেছেন।
বাবরের একান্ত সহকারী মির্জা হায়দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন স্যারকে। সকালে উনার ইকো করা হয়েছে, অন্যান্য পরীক্ষাও চলছে।
“সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বাবর স্যারকে দেখতে এসেছিলেন, চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে জেনেছেন।”
ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কায়সার নুসরুল্লাহ খানের অধিনে চিকিৎসাধীন আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
রোববার সকালে গুলশানের বাসায় বুকে ব্যাথা অনুভবন করলে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
সব মামলা থেকে খালাস পাওয়ায় গত ১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হন বাবর।
সুত্র : নিউজ 24
নিজস্ব প্রতিনিধি :
Copyright © 2025 kolloltv.com. All rights reserved.