বিপন্ন মানুষের সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সেল। যা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’ সেলের প্রধান পৃষ্ঠপোষক। সেলটি কেন গঠন করা হয়েছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, ‘চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে ‘গুম, খুনের শিকার এবং ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে শহিদ ও আহতদের পাশে থাকার প্রত্যয়ে গঠিত হয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। তারেক রহমান বুধবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে ‘আমরা বিএনপি পরিবার’র গঠনের কারণ ব্যাখ্যা করেন।
সুত্র : কালবেলা