রাজধানীর ১০নং সেক্টরে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের উত্তরা পূর্ব থানার সহ-সভাপতি জনাব মিঠুল মোল্লাকে দেখতে যান মহানগর উত্তরের আহবায়ক জনাব আমির হোসেন আমির, সদস্য সচিব বাকী বিল্লাহ ও প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. আব্দুল মালেক সুমন সহ উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের উত্তরা পশ্চিম থানার সভাপতি হাফিজ আহম্দে, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও পূর্ব থানার সভাপতি এরশাদ মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। শুক্রবার সন্ধ্যায় মিঠুল মোল্লাকে দেখতে তার বাসায় যান ঢাকা মহানগর উত্তরের নেতারা । এ সময় অসুস্থ মিঠুল মোল্লাকে শারীরিক অবস্থার খোঁজখবর নেন । ঢাকা মহানগর উত্তরের জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের উত্তরা পূর্ব থানার অসুস্থ এ নেতার রোগমুক্তি কামনা করেন।
গত 0৪ আগষ্ট স্বৈরাচার আওয়ামী লীগের পতনের জন্য তার মেয়ে সহ উত্তরা আজমপুর থানার সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ, ছাত্র জনতার ওপর এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে । মিঠুল মোল্লা ও তার মেয়ে দৌড়ে নিরাপদ স্থান নিতে গেলে মানুষের ভীড়ে পরে যান এবং গুরুত্বর আঘাত পান কোমরে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।