ডেক্স রিপোর্ট :
কল্লোল টিভির আবুল কালাম আজাদ দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে কল্লোল টিভি মালিক বলেন , আল্লাহ তায়ালা বলেন, ‘আর আমি এ দিনগুলোকে মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি’ (আল ইমরান ১৪০)। সময়ের আবর্তনে ধনী গরিব হয়, গরিব ধনী হয়। ২০২৪ সালে মহান আল্লাহর এই আয়াতের বাস্তব দৃষ্টান্ত আমরা দেখেছি। যে দুর্দান্ত প্রতাপশালী স্বৈরাচার বিগত ১৫ বছরের সব আন্দোলনকে প্রতিহত করে জুলুমশাহী অক্ষত রেখেছিল, সে ২০২৪ সালে মাত্র দেড় মাসের আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, ২০২৪ সাল বাংলাদেশের ইতিহাসে অক্ষয় ও অমর হয়ে থাকবে। এই জাতির আজন্ম মুক্তিকামী চরিত্রের আরেকটি উজ্জ্বল মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশের প্রেক্ষিতে ২০২৪ সাল উজ্জ্বল আলোকবর্তিকা হলেও বিশ্বের প্রেক্ষিতে তা কলঙ্কময় সময় হিসেবে বিবেচিত হবে। পুরোটা বছরজুড়ে ইসরায়েলি হায়েনারা যেভাবে গণহত্যা চালিয়েছে তার নজির ইতিহাসে নেই। শতকোটি মানুষের চোখের সামনে ঘটিত এই নারকীয় গণহত্যার জন্য ২০২৪ সাল ইতিহাসে বারবার আলোচিত হবে। যদিও সিরিয়ার মানুষের মুক্তি একটি ইতিবাচক দিক হয়ে থাকবে। সব মিলিয়ে ২০২৪ একটি স্মরণীয় বছর হয়েই থাকবে।