খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানকে নিয়েই দেশে ফিরবেন, কেউ ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
বুধবার জাতীয় প্রেসক্লাবে আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা বাসাস। সভায় বক্তব্যকালে এসব বলেন ফারুক। তিনি বলেন, পূর্বের সব ষড়যন্ত্রের চেয়ে ভয়াবহ ষড়যন্ত্র চলছে।
এসময় খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ঢাকতেই আওয়ামী লীগ তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছিল বলেও মন্তব্য করেন এই প্রবীণ নেতা।
সভার প্রধান আলোচক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সকলকে আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করার দুঃসাহস থেকে বিরত থাকার আহ্বান জানান। বলেন, যারা কথায় কথায় বিএনপিকে ধমকানোর চেষ্টা করছে, তাদের সংযত হতে হবে, না হয় কঠিন পদক্ষেপ নেয়া হবে।
সুত্র : নিউজ24