সোমবার, ০৫ মে ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

বদলে যাচ্ছে পুলিশ-র‌্যাব-আনসারের পোশাক

নিউজ ডেক্স
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত
পুলিশের জন্য আয়রন (বামে), র‌্যাবের অলিভ গ্রিন এবং আনসার বাহিনীর জন্য গোল্ডেন হুইট রঙের পোশাক চূড়ান্ত করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর থেকে সমালোচনার মুখে থাকা পুলিশ, র‌্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করতে যাচ্ছে সরকার।

সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখী হন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, “পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র‌্যাবের জন্য এবং আনসারের জন্য। তিনটা সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে। একসাথে সব করা যাবে না।”

“পোশাকের সাথে সাথে সবারই মন মানসিকতা পরিবর্তন করতে হবে,” বলেন উপদেষ্টা।

বৈঠক শুরু আগে বিভিন্ন পোশাকে ১৮ জন পুলিশ, আনসার ও র‌্যাব সদস্য বৈঠকে প্রবেশ করেন। সেখান থেকে তিনটি অনুমোদন দেওয়া হয়।

প্রবল গণবিক্ষোভের মধ্যে শেখ হাসিনার পদত্যাগের দিন থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা-আক্রমণ ও হত্যার শিকার হন পুলিশ সদস্যরা। এরপর থেকে নিরাপত্তাহীনতার মধ্যে ভয় ও আতঙ্কে কাজে ফেরেননি তারা। পরে কেউ কেউ থানায় ফিরলেও তারা সাদা পোশাকে ছিলেন। বিভিন্ন বিষয়ে ক্ষোভও প্রকাশ করে ১১ দফা দাবি দেন তারা।

এ পরিস্থিতিতে ১১ অগাস্ট সচিবালয়ে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৈঠকে পুলিশ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান ‘ইউনিফর্ম’ বদলানোর আশ্বাস দেওয়া হয়েছিল।

সুত্র : নিউজ 24

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com