রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

যথাযথ মর্যাদায় পালিত হল আরাফাত রহমান কোকো ১০ম শাহাদাৎ বার্ষিকী।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৫৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহামান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো ১০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং গরীব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচী সফলভাবে পালন করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

গতকাল শুক্রবার ২৪ জানুয়ারি সকাল ৯ টায় রাজধানীর বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আরাফাত রহমান কোকো প্রতি শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দগণ।
ঐ সময়, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং গরিব-দুঃখীদের মাঝে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন আরজু।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ড. নজরুল ইসলাম খান, সহ-সভাপতি দিদারুল আলম সহ-সভাপতি সাদিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (চলতি দপ্তর) মোঃআবুল কালাম আজাদ,সহ-সাধারণ সম্পাদক মোঃআজাদ তালুকদার, মাজহার সুমন,শাহাদাত হোসেন শান্ত,আব্দুল কাদের,মনির আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম-কুমিল্লা দ্বায়িত্বে) এডভোকেট সুইটি তালুকদার (শিক্ষানবিশ),এডভোকেট ইমদাদুল হক রাসেল(শিক্ষানবিশ) সহ-সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ দ্বায়িত্বে। ঢাকা মহানগর উত্তরের সভাপতি এইচ এম বেলায়েত ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক ইমরান সিদ্দিকী ও নুরুজ্জামান (হিমেল)  আরো উপস্থিত ছিলন তেজগাঁও থানা,বনানী থানা,বাটারা থানা,উত্তরখান থানা,উত্তরপূর্বখান থানা,শেরে বংলা থানা,আর বিভিন্ন থানার সভাপতি ও সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক,সহ সংগঠনের নেতৃবৃন্দ।

আরাফাত রহমান কোকো ১২ আগস্ট ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন।তিনি একজন ক্রীড়াবিদ হিসেবে ছিলেন সুপরিচিত ছিলেন।
তিনি ২০০২-২০০৫ সনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন,এছাড়া ক্রীড়া সংঘ ওল্ড ডিওএইচ এর চেয়ারম্যান ছিলেন। যুক্ত ছিলেন সিটি ক্লাবের সাথেও।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের অন্যতম রূপকার ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com